নিজস্ব সংবাদদাতা: ভালো আছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। দু-এক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে। ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআইয়ের তরফে এমটাই জানানো হয়েছে। বর্তমানে আর এন টেগোর হাসপাতাল (RN Tagore Hospital) চিকিৎসাধীন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এদিন বিশেষ সিবিআই আদালতের বিচারক হাসপাতালের তরফে উপস্থিত প্রতিনিধির কাছে জানতে চান, পার্থ চট্টোপাধ্যায়। এখন কেমন আছেন? উত্তরে আর এন টেগোর হাসপাতালের প্রতিনিধি জানান, পার্থ চট্টোপাধ্যায় এখন ভালো আছেন।