নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের ডিজিপি রাজীব কুমারকে নির্বাচন কমিশন অপসারণ প্রসঙ্গে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “রাজীব কুমারকে সরানোর কথা ছিল, ইনিই সেই রাজীব কুমার যার বিরুদ্ধে সিবিআই এফআইআর দায়ের করেছিল এবং তাকে গ্রেপ্তার করতে গিয়েছিল, তিনি সেই সময় একজন সিপি ছিলেন এবং তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন।"
/anm-bengali/media/media_files/gGu04LRHptLSNki9iQLa.jpg)
তিনি আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর গ্রেফতারির প্রতিবাদ করেছিলেন, তাই এই ধরনের ব্যক্তি ডিজিপির চেয়ে দলের ক্যাডার (টিএমসি) এর মতো। ২০১৪ সালেও তাকে সিপির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গে এমন অনেক ছোট রাজীব কুমার রয়েছেন, যাঁদের মমতা বন্দ্যোপাধ্যায় বেতনভুক্ত রেখেছেন।”
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)