নিজস্ব সংবাদদাতা: প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা রাজ্যের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র মুকুটমণিপুর। সৌন্দর্য্যের টানে পর্যটন মরসুম ছাড়াও বিভিন্ন সময়ে পর্যটকদের আসা যাওয়া রয়েছে এখানে। এখানে রয়েছে বহু ছোট বড় দোকান। তবে এই মুহুর্তে জেলা জুড়ে বেড়েছে রোদের তীব্রতা। তার ফলে পর্যটকদের ভিড় কমেছে মুকুটমণিপুরে।
তবে খুশির ঈদ উপলক্ষে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বেড়াতে এসেছেন অনেকেই। আবার কেউ পরপর ছুটি থাকায় একটু দূরের জেলা থেকেও এসেছেন বেড়াতে মুকুটমণিপুরে। তাদের মধ্যে বেশিরভাগই মুকুটমণিপুরের কংসাবতি জলাধারে নৌকা ভ্রমণ করতে বেশি পছন্দ করছেন।
/anm-bengali/media/media_files/2025/04/01/ve57900-467581.png)
পর্যটকরা জানান, প্রচন্ড রোদ তার মধ্যেও বেড়াতে এসে ভালো লেগেছে। স্থানীয় ব্যবসায়ী থেকে নৌ চালকরা জানিয়েছেন চলতি মরসুমে একেবারেই ভিড় ছিল না মুকুটমণিপুরে। এই ক’দিন ছুটি ও ঈদ থাকায় একটু ভিড় বেড়েছে এখানে।