নিজস্ব সংবাদদাতা: এবার বঙ্গ বিজেপির তরফে শোরগোল ফেলে দেওয়া খবর সামনে আনা হয়েছে। একটি ট্যুইট করে জানানো হয়েছে, দেখুন পিসি সরকারের ম্যাজিক!!! রেশন কার্ড তুলতে গিয়ে নিজের মৃত্যু সংবাদ শুনলেন মালদার অসহায় দিনমজুর মহিলা! যেখানে মৃত ব্যক্তির নামে কোটি টাকার রেশন তুলে মৃতের খাতায় পাঠানো হয় জীবিতদের"। এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।