ঘাটতি বিদ্যুতের বিলে! এবার অন্ধকারে ডুবতে চলেছে বাংলাদেশ
চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে... এবার গর্জে উঠলেন বাংলাদেশের সংখ্যালঘুরা
জ্বলছে একের পর এক এলাকা! পরিস্থিতি খতিয়ে দেখতে মুর্শিদাবাদে ডিজি রাজীব কুমার
আরও উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ! গুলিবিদ্ধ কিশোরের মৃত্যু
জঙ্গিদের সমর্থন করছে.... এবার গর্জে উঠলেন এই নেতা
ভোটব্যাঙ্কের জন্য মুখ্যমন্ত্রী বাংলাকে জিহাদিদের হাতে তুলে দিয়েছেন! উঠল চাঞ্চল্যকর অভিযোগ
২০২৬ সালের ভোটকে সামনে রেখে ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে! মুর্শিদাবাদের হিংসা নিয়ে উঠল চাঞ্চল্যকর অভিযোগ
খতম জম্মুর জঙ্গলে লুকিয়ে থাকা তিন পাক জঙ্গি!
এই সংশোধিত বিলের মাধ্যমে দেশের মুসলিমরা এগিয়ে যাবেন! স্বীকার করলেন খোদ ওয়াকফ বোর্ডের চেয়ারপার্সন

অভিযোগ করেও মেলেনি সরেজমিন : দেড় ঘন্টা আটকে রাখা হলো বিডিও কে

দেড় ঘন্টা আটকে রাখা হলো বিডিও'র গাড়ি! নালিশ করে ও মেলেনি সরেজমিন, কেনো কোনো প্রতিক্রিয়া নেই বিডিওর? জানুন বিস্তারিত....

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন ধরে আবাস যোজনা দুর্নীতির বিরুদ্ধে সারা দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও আন্দোলন ঘটছে। পূর্বস্থলীর দু'নম্বর ব্লকের বিডিও পৌশালী চক্রবর্তী যখন আবাস প্রকল্পের সমীক্ষা করতে আসেন, তখন স্থানীয়রা তাকে ঘিরে ধরে অভিযোগ করেন যে, অনেকের ঘর ভেঙে পড়ছে এবং তাদের সমস্যার প্রতিকার হয়নি।

publive-image

স্থানীয়রা বিডিওকে জানায়, তারা বহুবার নালিশ জানালেও প্রশাসন থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিডিওকে তারা ঘটনাস্থলে যেতে বলেন। কিন্তু বিডিও অভিযোগগুলোর প্রতি উদাসীন থেকে গাড়িতে উঠে বসেন। এতে জনতা ক্ষুব্ধ হয়ে বিডিওর গাড়ি ঘেরাও করে এবং প্রায় দেড় ঘণ্টা ধরে বিক্ষোভ করে।

publive-image

বিক্ষোভকারীরা স্পষ্টভাবে জানান, তারা আর প্রশাসনের উদাসীনতা সহ্য করবেন না। এই ঘটনা স্থানীয় জনগণের অসন্তোষ ও ক্ষোভকে স্পষ্ট করে তোলে এবং তাদের দাবি সরকার ও প্রশাসনের কাছে পৌঁছানোর একটি উপায় হয়ে দাঁড়ায়।

publive-image

অভিযোগ উঠেছে যে, দুর্নীতির কারণে প্রকল্পের সুবিধাভোগীরা প্রকৃতভাবে তাদের প্রাপ্য সুবিধা পাচ্ছেন না। যদি সরকার দ্রুত সমস্যাগুলোর সমাধানে কার্যকরী পদক্ষেপ না নেয়, তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে, যা বৃহত্তর আন্দোলনের সৃষ্টি করবে। প্রশাসনের উচিত স্থানীয় জনগণের দাবি গুরুত্ব সহকারে নেওয়া এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা।