লক্ষ্মী পুজো আর সেই জিলিপি…!

বিনপুর দু'নম্বর ব্লকের হাড়দা গ্রামের লক্ষ্মীপুজো এবছর ১৬২ বছরে পড়েছে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bhghk

File Picture

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মী পূজার বিশেষ আকর্ষণ জিলিপি। ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লকের হাড়দায় লক্ষ্মীপূজোর বিশেষ আকর্ষণ এই মিষ্টিই। লক্ষী পূজা উপলক্ষে হাড়দা গ্রামে মেলা বসে, এই মেলা ঘিরেই স্থানীয়দের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। বিনপুর দু'নম্বর ব্লকের হাড়দা গ্রামের লক্ষ্মীপুজো এবছর ১৬২ বছরে পড়েছে। 

dedert4

এখানে দেবী লক্ষ্মী ও সরস্বতীকে একই আসনে রেখে পুজো করা হয়। তাদের উপরে রাখা হয় নারায়ন এর বিগ্রহ। আর এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে পাঁচ দিন ধরে বসে মেলা। তবে এই মেলার বিশেষ আকর্ষণ জিলিপি। মেলার মধ্যে বিভিন্ন ধরনের খাবার সহ অন্যান্য দোকান থাকলেও জিলিপির দোকান থাকে মাত্র একটি। তাও আবার নিলামের মাধ্যমে সেই জিলিপির দোকানের বরাত নিতে হয় ব্যবসায়ীকে। রয়েছে আরও শর্ত। 

dgdgfhh

যে ব্যবসায়ী বরাত নেবেন তাঁর পদবী সাহা বা মণ্ডল হওয়া বাধ্যতামূলক। এই বছর ২ লক্ষ ৯০ হাজার টাকা দিয়ে জিলিপি দোকানের বরাত পেয়েছেন বীরেশ্বর মন্ডল নামের এক ব্যবসায়ী। কিন্তু জিলিপির দোকানের জন্যে এতো টাকার নিলাম? এর আসল রহস্য ফাঁস করেন পুজো কমিটির সম্পাদক।

বুধবার সন্ধ্যায় হাড়দায় কোজাগরী লক্ষ্মীপূজোর উদ্ভোধন করেন বেলপাহাড়ীর এসডিপিও শ্রেয়া সরকার, বিনপুর দু'নম্বর ব্লকের বিডিও সুমন ঘোষ, বিনপুর থানার আইসি স্বরূপ বসাক, সহ অন্যান্যরা। মেলার পাঁচ দিন মেলা প্রাঙ্গনে যাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই মেলার উদ্বোধন এর দিন মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

dfgthhjk