নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বাকড়া থেকে চুনপাড়া যাওয়ার মাঝ রাস্তায় মোটর বাইক আরোহীর ওপর আচমকা হামলা চালায় হাতি। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখে দাঁতাল। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় বাইক আরোহীরা। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
বেশ কিছুদিন ধরে ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় চলছে হাতির তাণ্ডব। এতে ক্ষতি হচ্ছে চাষের জমির, ভাঙছে বাড়িঘর, ঘটছে প্রাণহানির মতো ঘটনাও। স্থানীয় সূত্রের খবর, এক বাইক আরোহী গুপ্তমনীর দিক থেকে আসছিলেন। চুনপাড়া থেকে বাকড়া যাওয়ার রাস্তার মাঝে বাইক খারাপ হয়ে যায়। তখনই ঘটে বিপত্তি। রাস্তার ধারে থাকা জঙ্গল থেকে হঠাৎ করে আচমকা বেরিয়ে আসে দাঁতাল হাতি। হাতিটি তাড়া করে বাইক আরোহীকে। কোনওরকমে বাইক আরোহী বাইক ফেলে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচলেও রেহাই পায়নি বাইকটি। দাঁতাল ভাঙচুর চালায় বাইকটিতে। পুরো ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাত বলেন, "প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি, মোটরসাইকেলটির অল্প ক্ষতি হয়েছে। বন দফতর এবং পুলিশ ঘটনাস্থলে ছিল। জঙ্গলে খাবার নেই, হাতিটি তাই রাস্তাতে চলে এসেছিল খাবারের সন্ধানে"। পরে হাতিটিকে জঙ্গলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে বন দফতর।
/anm-bengali/media/media_files/2025/04/04/8Q7LASq9w62EAoT2whbN.PNG)