বাঁকুড়ায় ব্যাপক বৃষ্টি! শিলাবৃষ্টিতে কাটল অস্বস্তি
নতুন বৌদি...! দিলীপ ঘোষের বিয়ের খবর আসতেই আত্মহারা দেবাংশু! করলেন বিশেষ পোস্ট
রাশিয়ার যুদ্ধের কোনও শেষ না দেখেই সর্বোচ্চ পর্যায়ের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন
ওয়াকফ বিল নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন আইনমন্ত্রী
জাফরাবাদে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও এক ! বড় আপডেট দিলেন সুপ্রতিম সরকার
গ্যাস ও পেট্রোলের দাম উত্তপ্ত বেঙ্গালুরু, কী বলছেন কর্ণাটকের মন্ত্রী ডঃ শরণ প্রকাশ?
BREAKING: ২১ এপ্রিল ১২ ঘন্টা পর্যন্ত ব্যাহত হবে জল সরবরাহ! জেনে নিন কোথায়
শতাধিক স্কুলে চুরি! অপারেশন চালাতো এই ব্যক্তি একাই
রাজ্যপালকে মুর্শিদাবাদ না যাওয়ার অনুরোধ মুখ্যমন্ত্রীর

ফের মাঝ রাস্তায় দাঁতালের দাদাগিরি, ভাঙল বাইক! বাইক আরোহীর কি অবস্থা?

জেনে নিন জেলার এই বড় খবরটি।

author-image
Anusmita Bhattacharya
New Update
ele1

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বাকড়া থেকে চুনপাড়া যাওয়ার মাঝ রাস্তায় মোটর বাইক আরোহীর ওপর আচমকা হামলা চালায় হাতি। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখে দাঁতাল। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় বাইক আরোহীরা। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। 

বেশ কিছুদিন ধরে ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় চলছে হাতির তাণ্ডব। এতে ক্ষতি হচ্ছে চাষের জমির, ভাঙছে বাড়িঘর, ঘটছে প্রাণহানির মতো ঘটনাও। স্থানীয় সূত্রের খবর, এক বাইক আরোহী গুপ্তমনীর দিক থেকে আসছিলেন। চুনপাড়া থেকে বাকড়া যাওয়ার রাস্তার মাঝে বাইক খারাপ হয়ে যায়। তখনই ঘটে বিপত্তি। রাস্তার ধারে থাকা জঙ্গল থেকে হঠাৎ করে আচমকা বেরিয়ে আসে দাঁতাল হাতি। হাতিটি তাড়া করে বাইক আরোহীকে। কোনওরকমে বাইক আরোহী বাইক ফেলে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচলেও রেহাই পায়নি বাইকটি। দাঁতাল ভাঙচুর চালায় বাইকটিতে। পুরো ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাত বলেন, "প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি, মোটরসাইকেলটির অল্প ক্ষতি হয়েছে। বন দফতর এবং পুলিশ ঘটনাস্থলে ছিল। জঙ্গলে খাবার নেই, হাতিটি তাই রাস্তাতে চলে এসেছিল খাবারের সন্ধানে"। পরে হাতিটিকে জঙ্গলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে বন দফতর।

bike