জঙ্গলমহলের স্কুলে শিক্ষকদের তৈরি স্বয়ংক্রিয় ঘন্টা! ছাত্র-ছাত্রীদের বিশেষ আকর্ষণের জায়গা এখন

কারা বানালেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-02-11 at 1.48.38 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বিদ্যালয়ের শিক্ষকদের অভিনব উদ্যোগ। শিক্ষাবর্ষের শুরুতেই একটি নতুন মাধ্যমকে হাতিয়ার করে চলছে ক্লাস সিডিউল। পাশাপাশি স্কুলছুটের সংখ্যাও কমবে বলে আশাবাদী স্কুল শিক্ষকরা। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত জঙ্গলমহল এলাকার শালবনী ব্লকের গোদাপিয়াশাল মহাত্মা গান্ধী স্মৃতি উচ্চ বিদ্যালয়ে চালু হল স্বয়ংক্রিয় ঘন্টা। 

প্রার্থনা থেকে প্রতিটি পিরিয়ডের শেষে আপনা আপনি বেজে উঠছে এই ঘন্টা। সাথে সমধুর কণ্ঠে ক্লাস শেষ ও শুরুর নির্দেশ। শুধু তাই না মিড ডে মিল আহারে যাওয়ার নির্দেশ বা প্রার্থনাতে অংশ নেওয়ার নির্দেশ, সবকিছু ঘোষিত হচ্ছে এরই মাধ্যমে। এরকম একটি উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে বিদ্যালয়ের দুই শিক্ষক শিবপ্রসাদ কুন্ডু ও মনিকাঞ্চন রায় মুখ্য ভূমিকা পালন করেন। ছাত্রছাত্রীদের কাছে বিষয়টি বেশ মনোগ্রাহী হয়ে উঠেছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও সে কথা জানিয়েছে। বিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয় এরম একটি স্বয়ংক্রিয় ঘন্টার ধ্বনিতে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপাল প্রসাদ চক্রবর্তী বলেন, "একটা নতুন ভাবনা, নতুন উদ্যোগ, ছাত্ররা এতে ভীষণ খুশি।  বিদ্যালয় শুরু থেকে শেষ পর্যন্ত স্বয়ংক্রিয় ঘন্টা ধ্বনি চালু থাকে"। মূল উদ্যোগ যাদের তাদের কথায় এতে কাউকে অপারেট করতেও হয় না। একটা সুইচ দিলে আপনা আপনি কাজ করবে। এই সুন্দর ঘন্টাধ্বনি এই জেলারই সবং এর ভেমুয়া হাইস্কুলে চালু দেখে শিবপ্রসাদ বাবু যোগাযোগ করেন। ঐ স্কুলের শিক্ষক সুরজিৎ বাবুর কাছ থেকে বুঝে নিয়ে মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে মনিকাঞ্চন বাবুর তত্ত্বাবধানে চালু হয়েছে এরকম একটি প্রয়াস।