নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: এবার অভিযোগ উঠল প্রসূতিদের নিয়ে যাওয়া সরকারি সুবিধা যুক্ত নিশ্চয় যানের বিরুদ্ধে। এই নিয়ে উত্তেজনা ছড়াল মেদিনীপুরে।
/anm-bengali/media/media_files/NbBkFDDUpEKzAZaCDj3I.jpg)
ঘটনাক্রমে জানা যায়, বেলদার বাসিন্দা ত্রিলোচন জানা তার স্ত্রীকে ভর্তি করেছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা-তে কয়েকদিন আগে। এরপর তার শিশু ভূমিষ্ঠ হওয়ার পর নির্দিষ্ট সময় অনুসারে ছুটি দিয়ে দেয় মাতৃমা বিভাগ। তিনি স্ত্রীকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালে সামনে দাঁড়িয়ে থাকা নিশ্চয় যানের সঙ্গে কথা বললে ড্রাইভার মুখের উপর বলে দেয় সরকারি সুবিধা হিসেবে গোটা যাতায়াত ফ্রি থাকলেও বকশিসের জন্য ৪০০ টাকা দিতে হবে। এই দম্পতি টাকা দিতে অস্বীকার করায় বেঁকে বসে গাড়ির ড্রাইভার। অভিযোগ, ওই ড্রাইভার প্রসূতিকে গাড়ি থেকে নামিয়ে দেন যা নিয়ে কিছুটা ভেঙে পড়েন এই দম্পতি। এরপর ব্যক্তি সেখানকার নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলে তার অভিযোগ জানালে সংবাদ মাধ্যমের কর্মীরা দৌড়ে আসেন। ওই ড্রাইভারের খোঁজ করে তাকে জিজ্ঞেস করা হলে সে বলে, "সরকারি সুবিধাযুক্ত গাড়ি তাই ফ্রি সার্ভিস কিন্তু আমি শুধুমাত্র বকশিস চেয়েছিলাম"। পরে নিজের ভুল বুঝতে পেরে সে রোগীকে নিয়ে যেতে সম্মত হয়।