নিজস্ব সংবাদদাতা : গরমের ছুটি হোক কিংবা পুজোর ছুটি, আবার শীতের ছুটিতেও অনেকেরই পছন্দ পাহাড়। তিন-চারদিনের ট্যুরের জন্য দার্জিলিং, ডুয়ার্সই পছন্দ পাহাড় প্রেমীদের। বাসে, গাড়িতে, ট্রেনে ডুয়ার্স যাওয়ার অভিজ্ঞতা সকলেরই রয়েছে। কিন্তু বিমানে উড়ে? ভাবছেন বিমান আছে নাকি যে যাবেন, তাই তো? বিমানের রুট না থাকলেও কলকাতার সঙ্গে ডুয়ার্স খুব শীঘ্রই জুড়তে চলেছে আকাশ পথে। তার জন্য একটু ধৈর্য্য ধরতে হবে শুধু। আলিপুরদুয়ার জেলার হাসিমারায় ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটিতে এবার যাত্রীবাহী বিমান ওঠা নামা করতে পারবে বলেই খবর। করণ রাজ্যের প্রস্তাবে বায়ুসেনার তরফে সবুজ সঙ্কেত মিলেছে রাজ্যের। তবে এখনও বাকি রয়েছে বেশ কিছু নিয়ম। হাসিমারা বিমানবন্দরটি থেকে জলদাপাড়া অভয়ারণ্যের দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার। ২৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত বক্সা ফরেস্ট। এছাড়াও রয়েছে আরো অনেক পর্যটন কেন্দ্র। হাসিমারার সঙ্গে কলাইকুণ্ডায় বায়ুসেনার বিমানঘাঁটিতেও যাত্রীবাহী বিমান ওঠা-নামার অনুমতি মিলেছে বলে খবর। নতুন রুটে বিমান পরিষেবা চালু হলে রাজ্যের মুকুটে জুড়বে আরো একটি নতুন পালক।