নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পাশের গ্রামেমেলা দেখতে গিয়েছিল যুবক। সেখানে অন্যান্য বেশ কয়েকজন ছেলের সঙ্গে বচসা বাঁধে। সেই বসচা রূপ নেয় হাতাহাতিতে। এরপর সেই হাতাহাতিতে মর্মান্তিক মৃত্যু হয় এক যুবকের। ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার পলুসিটা এলাকার।
মৃত্যু হয়েছে নেপাল পন্ডিত নামে এক যুবকের। মৃত যুবকের বাড়ি নারায়ণগড় থানার বড়মারা এলাকায়। অনুমান, পুরানো কোন শত্রুতা থেকেই এই ঘটনা। এলাকায় শ্মশান কালী পূজা উপলক্ষে অনুষ্ঠান দেখতে গিয়েছিল নেপাল। সেখানেই তার ওপর অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বাড়ি ফিরে এসে শারীরিক অসুস্থতা বোধ করায় তাকে ভর্তি করা হয় মকরামপুর গ্রামীণ হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।