নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদের ভয়াবহ অশান্তি থেকে কোলের শিশুকে নিয়ে প্রাণ বাঁচাতে পালিয়ে এলেন এক মা। আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে তাঁর ঘর। অভিযোগ, গ্যাস সিলিন্ডার খুলে ঘরে আগুন ধরানো হয়। কোথাও আবার পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে বাড়ি। তিনি জানিয়েছেন, "তিন দিন ধরে পালিয়ে বেড়াচ্ছি। বাড়ি পুড়িয়ে দিয়েছে। কোলের বাচ্চা নিয়ে কোনওরকমে মালদায় এসে পৌঁছেছি।"
/anm-bengali/media/media_files/2025/04/12/6venJMUyBYROetjRQIuG.JPG)
ওয়াকফ বিক্ষোভকে কেন্দ্র করে মুর্শিদাবাদে ছড়িয়েছে উত্তেজনা। বিভিন্ন এলাকায় দুষ্কৃতী হামলা, আগুন লাগানো, ঘরবাড়ি ধ্বংসের ঘটনা সামনে এসেছে। অনেকেই নদী পেরিয়ে মালদায় আশ্রয় নিয়েছেন। ঘরছাড়ারা বলছেন, "ঘর পুড়ে ছাই। কীভাবে বাঁচব, কিছুই বুঝতে পারছি না।"
/anm-bengali/media/media_files/2025/04/12/hSEhh467kBV9k1maI0gT.jpg)
উল্লেখ্য, আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে শতাধিক পরিবার। প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে গোটা রাজ্যে উদ্বেগ ছড়িয়েছে। সাধারণ মানুষ বলছেন— "রাজনীতি আর ধর্মের নামে আমরা সব হারাচ্ছি।"