BREAKING : ১৬ তারিখ ওয়াকফ নিয়ে আলোচনার ডাক!

ওয়াকফ আইন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে নামছে ইমাম অ্যাসোসিয়েশন। শান্তিপূর্ণ আন্দোলনের ডাক, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধার বার্তাও দিলেন সংগঠনের সভাপতি।

author-image
Debapriya Sarkar
New Update
murshidabad violence

নিজস্ব সংবাদদাতা : ওয়াকফ সম্পত্তি নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষিতে আগামী ১৬ এপ্রিল বড়সড় আলোচনা হতে চলেছে। রাজ্য সরকার এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ জানাতে পারে বলে সূত্রের খবর। এই প্রসঙ্গে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন, "আমাদের এই প্রতিবাদ কোনওভাবেই হিন্দুদের বিরুদ্ধে নয়। আমরা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, এবং অন্য ধর্মের মানুষদের প্রতিও আমাদের সম্মান আছে।"

Samserganj

তিনি স্পষ্ট করে বলেন, "আমাদের লড়াই সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। ওয়াকফ আইনের কিছু নিয়মের সঙ্গে আমরা একমত নই। তাই গণতান্ত্রিক পথে প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে যাব।" তিনি আরও জানান, "সবাই শান্তিপূর্ণ এবং আইন মেনে প্রতিবাদ করুন। কোনওরকম হিংসা বা অশান্তিকে আমরা সমর্থন করি না।" এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছ— রাজ্য সরকার ও ধর্মীয় সংগঠনগুলোর মধ্যে সমন্বয় নিয়ে কোন পথে এগোবে আলোচনার পরবর্তীধাপ সেই এখন জানার!