নিজস্ব সংবাদদাতা : ওয়াকফ আইনের প্রতিবাদে জ্বলছে রাজ্য। রাজ্যে এই হিংসা ছড়ানোর পিছনে বিজেপির ভূমিকা আছে বলে দাবি করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, "মানুষকে ভুল পথে চালাতে চাইছে বিজেপি। প্রতিবাদের নামে কেউ যেন উগ্র আচরণ না করেন। বিজেপি সেটারই অপেক্ষা করছে, যাতে বাইরে দেখাতে পারে রাজ্য জ্বলছে।"
/anm-bengali/media/media_files/2024/11/04/1000095332.jpg)
কুণাল ঘোষ আরও অভিযোগ করেন, "সীমান্ত থেকে কিছু দুষ্কৃতীকে রাজ্যে ঢোকানো হয়েছে। এসবের পেছনে বিএসএফের একটা অংশের সহযোগিতা রয়েছে।" তাঁর কথায়, "কেন্দ্রীয় ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। রাজ্যে ঝামেলা বাঁধিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি।"
/anm-bengali/media/media_files/2025/04/12/1000186031-910888.jpg)
তিনি সাধারণ মানুষকে শান্ত থাকার বার্তা দিয়ে বলেন, "আমরা চাই প্রশাসন কাজ করুক, আইন নিজের পথে চলুক। বিজেপির উস্কানিতে কেউ যেন পা না দেন।" এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।