ঘাটতি বিদ্যুতের বিলে! এবার অন্ধকারে ডুবতে চলেছে বাংলাদেশ
চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে... এবার গর্জে উঠলেন বাংলাদেশের সংখ্যালঘুরা
জ্বলছে একের পর এক এলাকা! পরিস্থিতি খতিয়ে দেখতে মুর্শিদাবাদে ডিজি রাজীব কুমার
আরও উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ! গুলিবিদ্ধ কিশোরের মৃত্যু
জঙ্গিদের সমর্থন করছে.... এবার গর্জে উঠলেন এই নেতা
ভোটব্যাঙ্কের জন্য মুখ্যমন্ত্রী বাংলাকে জিহাদিদের হাতে তুলে দিয়েছেন! উঠল চাঞ্চল্যকর অভিযোগ
২০২৬ সালের ভোটকে সামনে রেখে ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে! মুর্শিদাবাদের হিংসা নিয়ে উঠল চাঞ্চল্যকর অভিযোগ
খতম জম্মুর জঙ্গলে লুকিয়ে থাকা তিন পাক জঙ্গি!
এই সংশোধিত বিলের মাধ্যমে দেশের মুসলিমরা এগিয়ে যাবেন! স্বীকার করলেন খোদ ওয়াকফ বোর্ডের চেয়ারপার্সন

সালানপুর থানায় সাইবার হেল্প ডেস্ক, মহিলা সহায়তা কেন্দ্র এবং শিশুবান্ধব কর্নার উদ্বোধন করলেন ডিসি

সালানপুর থানায় এবার সাইবার হেল্প।

author-image
Adrita
New Update
a

নিজস্ব সংবাদদাতা, আসানসোল: বুধবার, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানা প্রাঙ্গণে ডিসি (পশ্চিম) সন্দীপ কররা সাইবার হেল্প ডেস্ক, সিসিটিভি কন্ট্রোল রুম, মহিলা সহায়তা কেন্দ্র, শিশুবান্ধব কর্নার এবং অপেক্ষা কক্ষের উদ্বোধন করেন।

ডিসি (পশ্চিম) সন্দীপ কারার বলেন যে আজ সাইবার অপরাধ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এটি প্রতিরোধ করার জন্য, সমস্ত থানায় সাইবার হেল্প ডেস্ক স্থাপন করা হচ্ছে যেখানে এই ধরনের মামলা তদন্তের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও আজ একটি সিসিটিভি কন্ট্রোল রুম উদ্বোধন করা হয়েছে যেখান থেকে থানা এলাকায় স্থাপিত সমস্ত ক্যামেরা পর্যবেক্ষণ করা হবে এবং অপরাধ দমন করা হবে। সাধারণ মানুষকে নিরাপদ রাখতে পুলিশ ২৪ ঘন্টা সেবা প্রদান করছে।

জানা যায় যে, বর্তমানে সালানপুর থানা এলাকায় মোট ১৫৯টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যার মধ্যে ৪টি এএনপিআর ক্যামেরা। আজ ৩৯টি ক্যামেরা এবং একটি ANPR ক্যামেরা স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি কুলটি এস.কে. জাবেদ হুসেন, সালানপুর থানার ইনচার্জ অমিত কুমার হাতি, রূপনারায়ণপুর ফার্দির ইনচার্জ অরুণাভ ভট্টাচার্য, কল্যাণেশ্বরী ফার্দির ইনচার্জ লাল্টু পাখিরা এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা।