নিজস্ব সংবাদদাতা: দেশে প্রথমবার এলো এই বিরাট সম্মান। তাও আবার খোদ বাংলায়। দার্জিলিং এর পদ্মজা নাইডু চিড়িয়াখানা পেল নয়া স্বীকৃতি। পদ্মজা নাইডু চিড়িয়াখানা হিমালয়ান জুওলজিকাল পার্ক এই বিরাট স্বীকৃতির মুকুট মাথায় পড়েছে। রেড পান্ডা প্রতিপালন এবং সংরক্ষণে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে বাংলার এই চিড়িয়াখানা। সেটাই নতুন পালক যুক্ত করেছে এই চিড়িয়াখানার মুকুটে।
পৃথিবীর সেরা কনজার্ভেশন প্রজেক্টে মনোনীত হয়েছে দার্জিলিং এর এই চিড়িয়াখানা। ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ যু এন্ড একুরিয়ামসের পক্ষ থেকে এই স্বীকৃতি মিলেছে।
পাহাড়ের রানী দার্জিলিং, শৈল শহরে বিভিন্ন দেশ থেকে ভ্রমণে আসেন বহু মানুষ। ঐতিহ্য এবং ইতিহাসের এক অনন্য নজির পদ্মজা নাইডু চিড়িয়াখানা। পরিবেশ এবং প্রাণী সংরক্ষণের জন্য বারবার পুরস্কার পেয়েছে তারা। এবার 2024 Environmental sustainability awards এর পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হবে তাদের।
চলতি বছর ৭৯ তম Waza Annual Conference অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৭ই নভেম্বর। এটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার একটি চিড়িয়াখানায়। এখানে চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে। এই নিয়ে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদাকে একটি চিঠি পাঠানো হয়েছে। রেড পান্ডা সংরক্ষণ এবং তাদের প্রজননে যে ভূমিকা নিয়েছে দার্জিলিং এর এই চিড়িয়াখানা তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে। এদিকে টুইট করে একথা জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী। চিড়িয়াখানা কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন তিনি।