নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: দাসপুরে ক্লাবের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে এক মঞ্চে দেখা গেল সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ও বিজেপি নেতা দিলীপ ঘোষকে। ব্যাট-বল হাতে উদ্বোধনে এই দুই নেতা।
/anm-bengali/media/media_files/2025/03/20/ppYOaOZdhGWTkNvA0LWP.jpeg)
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের হরিরামপুরে একটি ক্লাবের ক্রিকেট খেলার উদ্বোধনে কখনও দিলীপ ঘোষ ব্যাট করছেন তন্ময় ভট্টাচার্য উইকেট কিপিং করছেন, আবার কখনও তন্ময় ভট্টাচার্য ব্যাট করছেন তো দিলীপ ঘোষ উইকেট কিপিং করছেন। তবে দুই দলের দুই নেতাকে একই অনুষ্ঠানে একই মঞ্চে পাশাপাশি দেখা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
/anm-bengali/media/media_files/2025/03/20/kJ7eJ9XkMVNwhGZfGe6T.jpeg)
এই বিষয়ে তন্ময় ভট্টাচার্য বলেন, "এটা স্বাভাবিক ঘটনা। দুজনের ভালো সম্পর্ক রয়েছে। আয়োজকরা সবাইকেই আমন্ত্রণ জানিয়েছেন। এখানে তৃণমুলের বিধায়ক থাকলেও কোনো সমস্যা ছিল না"। একই সুর দিলীপ ঘোষের গলায়। তিনি বলেন, "ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দুজনকেই আমন্ত্রণ করা হয়েছে। দুজনেই এসে গেছি। এখানে দেখা হল। পুরনো বন্ধু, একসাথে বিধানসভায় ছিলাম। একসাথে খাওয়া-দাওয়া, গল্প হল"। দলে তন্ময় ভট্টাচার্য বর্তমানে কোণঠাসা, মহিলা সাংবাদিকের তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগের পরই একাধিক পদক্ষেপ নিতে দেখা গেছে সিপিআইএম রাজ্য কমিটিকে। আর এসবের আবহে দাসপুরে হঠাৎ দিলীপ ঘোষের সাথে তন্ময় ভট্টাচার্যকে দেখা যাওয়ায় জোর চর্চা শুরু হয়েছে।
অপরদিকে, দিলীপ ঘোষ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তৃণমুল ও রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন। দিলীপবাবু বলেন, "মাস্টার প্ল্যানের পুরোটাতেই জটিলতা রয়েছে। রাজ্য সরকার গত ১০ বছরে চাইলে মাস্টার প্ল্যান করতে পারত। আসলে কিছু টাকা দেওয়া হয়েছে। সেগুলো খাওয়া হয়ে যাবে, কোথায় চলে যাবে। যেমন কেলেঘাই নদীর ২১৫ কোটি টাকা গায়েব হয়ে গেল। সেরকম ঘাটাল মাস্টার প্ল্যানেও হবে"। পাশাপাশি দিলীপ ঘোষ পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে বলে তৃণমুলকে কটাক্ষ করেন। দাসপুরের ক্লাবে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে দিলীপ ঘোষ ও তন্ময় ভট্টাচার্যের একসাথে উপস্থিত থাকা নিয়ে ক্লাবের পক্ষ থেকে জানানো হয় যে অনুষ্ঠানে তারা সমস্ত রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু তৃণমূলের কেউই আসেনি।
/anm-bengali/media/media_files/2025/03/20/AtxS2CbsNJgitxCQhdQi.jpeg)