নিজস্ব সংবাদদাতা: সকাল থেকেই মেঘলা আকাশ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং,পিংলা ও তার পার্শ্ববর্তী এলাকায়। আজকে এই এলাকা গুলির এই মুহুর্তের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। তবে বিকাল বাড়লে তা পৌঁছোবে ৩৩ ডিগ্রিতে। বেলা বাড়লেও এদিন সূর্যের দেখা মেলেনি। এখন কিছুটা স্বস্তি হলেও বেলা গড়ালেই গরমের দাপট বাড়বে বলেই মনে করা হচ্ছে।
/anm-bengali/media/media_files/ANd2je1IWTB5t4RjI52s.jpg)