নিজস্ব সংবাদদাতা: রামনগরে দ্বিতীয় শ্রেণীর ৭ বছরের দলিত ছাত্রীকে ধর্ষণ। অসুস্থ অবস্থায় ভর্তি এগরা মহকুমা হাসপাতালে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। দ্বিতীয় শ্রেণীর ৭ বছরের ছাত্রীকে জঙ্গলে তুলে নিয়ে ধর্ষণ করেছে এক যুবক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার দক্ষিণ বাধিয়া গ্রামে। গত শনিবার দুপুর ১. ৩০ নাগাদ স্কুল থেকে ফেরার সময় ৭ বছরের ঐ শিশুকন্যাকে মুখ চাপা দিয়ে তুলে নিয়ে যায় অভিযুক্ত যুবক। জঙ্গলের মধ্যে ধর্ষণ করে ফেলে পালায় অভিযুক্ত ফারুক কাজী ।
পরিবার সূত্রে জানা গেছে, ঐ নাবালিকার ভাইকে স্কুল নিতে যাওয়ার সময় গ্রামের শীতলা মন্দিরের সামনে থেকে নাবালিকাকে মুখে চাপা দিয়ে তুলে নিয়ে যায় অভিযুক্ত যুবক। পাশবিক অত্যাচার চালায় দলিত এই (তপশিলি জাতির) শ্রেণীর এই শিশুকন্যার উপর।পরে যন্ত্রনায় ছটপট করতে করতে রাস্তায় যাওয়ার সময় নাবালিকার মামার চোখে পড়লে তিনি তড়িঘড়ি উদ্ধার করে বাড়ি নিয়ে যান। বাড়িতে গিয়ে নাবালিকা তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে।ওইদিন অর্থাৎ শনিবার বিকালে রামনগর থানায় লিখিত অভিযোগ জানায় ছাত্রীর মা। মঙ্গলবার কাঁথি মহকুমা আদালতে ঐ নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয়।
পরিবারের লোকেদের অভিযোগ, অভিযুক্ত যুবক তার পরিবারের লোকেরা নির্যাতিতার বাড়ির লোকেদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলেছেন।পুলিশ যাতে দ্রুত তদন্ত করে তার আবেদন জানিয়েছেন নির্যাতিতা শিশুকন্যার পরিবারের লোকেরা।