নিজস্ব সংবাদদাতা: আরজি কর মেডিক্যালে ধর্ষণ ও খুনের ঘটনায় শিয়ালদা আদালতে আরও একটি স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের। শিয়ালদা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। এই মুহূর্তে তিন জনের ফোন কল ডিটেলস নজরে রয়েছে, স্টেটাস রিপোর্ট জমা দিয়ে আদালতে জানাল সিবিআই। ৩ জনের সিডিআর ও কল ডিটেলস পরীক্ষা করা হচ্ছে, জানাল সিবিআই। সম্প্রতি ২৪ জনের নতুন করে বয়ান রেকর্ড করেছে সিবিআই। তদন্ত চলছে বলে আদালতে জানিয়েছে সিবিআই।
/anm-bengali/media/media_files/DaoQkXCcbzQaXWwZ44YM.webp)