নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালি জুড়ে কি তবে পালাবদলের রাজনীতি শুরু? অন্তত গতকাল মুখ্যমন্ত্রীর হঠাৎ হাজির এমনটাই ইঙ্গিত দিয়েছে। এদিন সেই বিষয়ে এবং সন্দেশখালির ঘটনা নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “টিএমসি গুন্ডারা সেখানে দরিদ্র মানুষের জমি জোর করে দখল করেছে। আমরা শীঘ্রই সেখানে আরজি কর-এর মতোই প্রতিবাদ দেখতে পাব”।
অন্যদিকে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ইস্যুতে, তিনি বলেন, “বিএসএফ অনুপ্রবেশকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার পরে, পুলিশ কেন তাদের ছেড়ে দেয় এবং আরও কেন তদন্ত চালায় না? সারা বিশ্ব থেকে মানুষ পশ্চিমবঙ্গে তৈরি জাল আইডি পাচ্ছে এবং দেশ ও বিশ্ব ঘুরে বেড়াচ্ছে”।