নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ আইনের বিরুদ্ধে চলতে থাকা বিক্ষোভে উত্তপ্ত মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতা হাইকোর্ট শনিবার নির্দেশ দিয়েছে, সুতি ও সামশেরগঞ্জ সহ জেলার অগ্নিগর্ভ এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। হাইকোর্টের বিশেষ বেঞ্চ আজ এই নির্দেশ দেয়।
বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরী-র বিশেষ বেঞ্চ জানিয়েছে, আপাতত মুর্শিদাবাদ জেলাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হল। তবে রাজ্যের অন্যত্র অশান্তি ছড়ালে, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে। সেইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে সহযোগিতা করার নির্দেশও রাজ্য প্রশাসনকে দিয়েছে আদালত।
/anm-bengali/media/media_files/zOSxCy1FoTqVsFEnUEBl.jpg)
গত কয়েক দিন ধরে ওয়াকফ আইন বাতিলের দাবিতে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় তীব্র বিক্ষোভ চলছে। বিশেষত সুতি ও সামশেরগঞ্জ-এ সরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সুজার মোড়ে পরিস্থিতি সামলাতে পুলিশকে চার রাউন্ড গুলি চালাতেও হয়েছে, জানিয়েছেন এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম। প্রশাসনের দাবি, অবস্থা নিয়ন্ত্রণে আনতেই সীমিত সংখ্যক বিএসএফ বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। আর এবার পাকাপাকি ভাবে আদালতের নির্দেশে মুর্শিদাবাদে মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী।