ইভটিজিংয়ে বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে দাদাকে খুন ! ফাঁসি ঘোষণা ভাইয়ের

এক মহিলাকে উত্যক্ত করত অভিযুক্ত সুরেশ রায় ৷ ঘটনার প্রতিবাদ করেন তাঁর পিসতুতো দাদা শঙ্কর দাস ৷ সেই ঘটনার জেরে দাদাকে খুন করে সুরেশ ৷

author-image
Jaita Chowdhury
New Update
murder n.jpg

নিজস্ব সংবাদদাতা: ইভটিজিংয়ে বাধা দেওয়ায় পিসতুতো দাদাকে ১৮ বার ধারালো অস্ত্র দিয়ে কোপ ৷ খুনের মামলায় অভিযুক্ত ভাইকে ফাঁসির সাজা শোনাল জলপাইগুড়ির জেলা আদালত ৷ ঘটনার ৪ বছর পর শনিবার অভিযুক্ত সুরেশ রায়কে ফাঁসির সাজা শোনান বিচারক বিপ্লব রায় ৷

tmc murder .jpg

ঘটনাটি ২০২১সালের ৷ এক মহিলাকে উত্যক্ত করত অভিযুক্ত সুরেশ রায় ৷ ঘটনার তীব্র প্রতিবাদ করেন পিসতুতো দাদা শঙ্কর দাস ৷ এর জেরে ধারালো অস্ত্র দিয়ে দাদাকে 18 বার নৃশংসভাবে কোপ মারে সে ৷ তাতে মৃত্যু হয় শঙ্করের ৷ মামলায় সরকারি আইনজীবী শুভঙ্কর চন্দ জানান, ভক্তিনগর থানা এলাকায় ২০২১ সালের ৪ মার্চ ঘটনাটি ঘটে ৷ ঘটনার দিন শক্তিনগর এলাকায় সকাল 8টা নাগাদ চায়ের দোকানে যাচ্ছিলেন শঙ্কর । সেই সময় অভিযুক্ত সুরেশ পিছন থেকে শঙ্করের উপর হামলা করে ৷ ধারালো অস্ত্র দিয়ে দাদাকে 18 বার নৃশংসভাবে কোপ মারে সে ৷ দু'জন বাধা দিতে গেলেও, পেরে ওঠেনি ৷ আক্রান্ত শঙ্করকে উদ্ধারকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷