নিজস্ব সংবাদদাতা: কল্যাণী (Kalyani) রথতলা শহীদপল্লীতে বাজি বিস্ফোরণের (Firecracker Blust) ঘটনায় ফরেনসিক টিমের ৩ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার সিআইডির বোম ডিস্পজাল স্কোয়াডের চার প্রতিনিধি দল ঢুকলেন ঘটনাস্থলে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ সিআইডি বম্ব স্কোয়াডের আধিকারিকদের। উদ্ধার হওয়া চকলেট বোমাগুলি দমকলের কর্মীরা জল দিয়ে নিষ্ক্রিয় করল।