তিনজন নকশালকে নিষ্ক্রিয়, বড় সাফল্য সিআরপিএফ-এর
সেখানে কুকুরের ডাকের রাজনীতি কাজ করবে না- জোট প্রসঙ্গে বিজেপিকে সোজা নিশানা
BREAKING : ধুলিয়ান অশান্তিতে বিধায়ক আক্রান্ত! সামশেরগঞ্জে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ
মমতার নির্দেশে চুপ? সামসেরগঞ্জের পরিস্থিতি নিয়ে সুকান্ত মজুমদারের বিস্ফোরক মন্তব্য
BREAKING : ফের গুলির শব্দে কেঁপে উঠল ধুলিয়ান! এবার রক্ত বন্যা
লাথি কাণ্ডে বিতর্ক! যে অফিসার লাথি মারলেন, তিনিই তদন্তকারী? উঠছে প্রশ্ন
মোদীর বাজিমাত চাল: বিধানসভা নির্বাচনের আগে এই দলের সঙ্গে জোট বেঁধে নিল বিজেপি- রাজ্যে শাসকদলের বিরুদ্ধে এবার জোট বেঁধে লড়বে বিজেপি ও এই দল- এবার কি বলা হল?
শ্মশানে মুখ থুবড়ে পড়েছে পুর পরিষেবা- দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে ভুগতে হচ্ছে শ্মশান যাত্রীদের
রেল স্টেশনের বাইরে ব্যস্ত রাস্তায় বোমা বিস্ফোরণ! থমথমে এথেন্স— জানুন বিস্তারিত

খাল থেকে নিখোঁজ ব্যক্তির ব্যক্তির মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

এলাকায় চাঞ্চল্য।

author-image
Adrita
New Update

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ ভর দুপুরে খাল থেকে নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সোমবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দশকগ্রাম অঞ্চলের খাজুরী বুথের সরিষা খাল এলাকায়। সূত্র মারফত জানা গিয়েছে মৃতের নাম হপন হেমব্রম। বয়স ৪৫ বয়স। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গতকাল থেকে হপন হেমব্রম নামে ওই ব্যক্তি নিখোঁজ ছিল। রবিবার দুপুরে সরিষা খালে ওই ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় এলাকাবাসী। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তে কৌতুহলী মানুষজন ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা। 

পরবর্তীতে ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সবং থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। ক্ষতি দেখা হচ্ছে মৃত্যুর পিছনের আসল রহস্য।