নিজস্ব সংবাদদাতা: চাকরি বাতিল ইস্যু নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে শুক্রবারও রাজপথে বিজেপি। এদিন SSC ভবন অভিযান চালান তাঁরা। করুণাময়ীতে বিক্ষোভ মিছিলে বিজেপি। বিকাশভবনের পথে বিজেপির মিছিলকে আটকাল পুলিশ। গতকালও চাকরি বাতিল ইস্যুতে রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছিলেন বিজেপি।
/anm-bengali/media/post_banners/4cZT5wSoyHJepKAtOzxA.jpg)