নিজস্ব সংবাদদাতা: দুই বাইকের সংঘর্ষে নিহত ২ জন, আহত আরও একজন। এমনই ঘটনা ঘটল বান্দোয়ান কুইলাপাল রাজ্য সড়কের উপর। বান্দোয়ান বাজার ঢোকার মুখে আমবাগান এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সকালে।
/anm-bengali/media/media_files/2025/03/28/GIvSmAdkV6SNSUYGWN37.png)
স্থানীয় মানুষজন তড়িঘড়ি ওই তিনজন বাইক আরোহীকেই নিয়ে যায় বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে একজনের চিকিৎসা চললেও বাকি দুই আরোহীর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা। মৃত ওই দুই ব্যক্তিই পাশের রাজ্য ঝাড়খণ্ডের কমলপুর থানার বাঙ্গুরদা গ্রামের বাসিন্দা। গুরুতর আহত ওই ব্যক্তির বাড়ি বান্দোয়ান শহরে। তিনি পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বিদ্যালয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন বলে জানা যাচ্ছে।