BREAKING : খাল থেকে উদ্ধার বস্তা বস্তা রেশনের চাল! তদন্তে পুলিশ

পটাশপুরের খাল থেকে উদ্ধার হলো বস্তা বস্তা রেশন চাল, যার গায়ে সরকারি স্টাম্প মাখানো ছিল। চালগুলো কি পাচার হচ্ছিল নাকি দুর্নীতি আড়াল করতে ফেলা হয়েছে, এই প্রশ্নে তদন্ত শুরু করেছে পুলিশ।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব প্রতিবেদন : পটাশপুরের একটি খাল থেকে বস্তা বস্তা রেশন চাল উদ্ধার করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, খালের মধ্যে বেশ কয়েকটি বস্তা দেখা যায়, যেগুলোর গায়ে সরকারি স্টাম্প মাখানো ছিল। এই ঘটনাটি নিয়ে এলাকাবাসী বিভিন্ন প্রশ্ন তোলতে শুরু করেছেন।

publive-image

প্রাথমিক তদন্তে জানা গেছে, চালগুলো সম্ভবত সরকারি রেশন ব্যবস্থা থেকে বেআইনিভাবে সরানো হয়েছিল। পুলিশ ধারণা করছে, চালগুলো পাচার করা হচ্ছিল কিংবা কোনো দুর্নীতি আড়াল করার জন্য খালে ফেলা হয়েছে। স্থানীয় প্রশাসন এবং পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখার জন্য তৎপর হয়েছে।

এলাকার বাসিন্দারা প্রশ্ন তুলছেন, কীভাবে এত পরিমাণ চাল খালের মধ্যে পৌঁছালো এবং এর পেছনে কারা দায়ী। তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে, এ ধরনের ঘটনা রেশন ব্যবস্থায় আরও অনিয়ম এবং দুর্নীতির ইঙ্গিত দেয়।পুলিশের একটি তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছে। তাঁরা দেখছেন, চালের বস্তাগুলি কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছেন। এ বিষয়ে আরও তদন্তের জন্য পুলিশ বিশেষজ্ঞদের সাহায্যও নিচ্ছে।

publive-image

এলাকাবাসীর মধ্যে এ ঘটনার বিষয়ে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা দাবি করছেন, এই ধরনের দুর্নীতি রোধ করতে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। স্থানীয় রাজনৈতিক নেতারাও বিষয়টি নিয়ে সরব হয়েছেন এবং প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সম্পূর্ণ ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি পরিষ্কার হবে না। তবে, রেশন চালের এই উদ্ধার এলাকার মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে এবং প্রশাসনের প্রতি আস্থা সংকটের দিকে নিয়ে যেতে পারে।