নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : রাজ্যের বিভিন্ন এলাকায় খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাড়ছে মৃত্যুর ঘটনা। বর্ষাকালে খোলা তারের বলি বহু মানুষ। যার ফলে খোলা তার বিভিন্ন এলাকায় পড়ে থাকায় অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহরে মানুষের ক্ষোভের পাশাপাশি আতঙ্ক বাড়ছে।ক্ষোভ পৌরসভার বিরুদ্ধে । ঝাড়গ্রাম শহরের ওভার ব্রিজের উপর থাকা স্ট্রিট লাইটের খুঁটিতে তার বেরিয়ে রয়েছে,কোথাও বক্স খোলা রয়েছে । যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এছাড়াও ঝাড়গ্রাম শহরকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য ত্রিফলা আলো লাগানো হয়েছিল। কিন্তু আলো তো দূরের কথা, সেই ত্রিফলা আলোর অস্তিত্বই নেই বললেই চলে, বিভিন্ন এলাকায় ত্রিফলা আলো লাগানোর খুঁটিগুলি ভেঙে পড়েছে, বেরিয়ে রয়েছে তার। যার ফলে লক্ষ লক্ষ টাকা জলে, ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকা পরিষেবা থেকে বঞ্চিত।কয়েক লক্ষ টাকা খরচ করে ত্রিফলা আলো লাগানোর কাজ হয়েছিল। কিন্তু বাস্তবে সেই কাজ কতটা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুরু হয়েছে বৃষ্টি যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই ওই ঘটনাকে কেন্দ্র করে ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।