নিজস্ব সংবাদদাতা : আজ কাদের জীবনে প্রেমের সুবাস ছড়াবে আর কাদের জন্য সতর্কবার্তা বয়ে আনবে? দেখে নিন মকর ও মীনরাশির জাতক-জাতিকাদের জন্য আজকের রাশিফল কী বলছে।
/anm-bengali/media/media_files/2025/03/26/hIVFLZu1VYRFOPE3Gl80.jpg)
মকর: আজ আপনার শরীর থাকবে ফুরফুরে আর মন থাকবে চনমনে। কোনও আত্মীয়ের থেকে নেওয়া ধার থাকলে তা ফেরত দেওয়াই ভালো, না হলে সমস্যা হতে পারে। বিদেশ থেকে উপহার আসতে পারে, যা মন ভালো করে দেবে। প্রেমের অনুভূতি আজ বেশ গভীর হবে। অফিসে কাজের প্রশংসা মিলবে। অবসরে মন্দির বা শান্ত কোনও ধর্মস্থানে যাওয়ার সম্ভাবনা আছে। জীবনের সেরা বন্ধু যে আপনার সঙ্গী, সেটা নতুন করে বুঝতে পারবেন।
/anm-bengali/media/media_files/2025/03/26/DfYFcurEk8WR4YvdkNAA.jpg)
মীন: আজ আপনার ব্যক্তিত্ব অন্যদের আকর্ষণ করবে। বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতে গেলে খরচে নিয়ন্ত্রণ রাখতে হবে, নইলে টান পড়তে পারে। পরিবারের কারও দরকারে এগিয়ে আসুন, সেটা আপনার কাছেই সবচেয়ে জরুরি। নতুন প্রেমে মনের ঝড় তোলার সম্ভাবনা আছে। খুব বেশি খোলামেলা হয়ে ব্যক্তিগত পরিকল্পনা ভাগ করলে ক্ষতি হতে পারে, তাই একটু সাবধান থাকা ভালো। দিনটা যাবে নানা কাজ আর কেনাকাটায় ব্যস্ততায়। সন্ধ্যায় সঙ্গীর একটা চমকপ্রদ কাজ মন ছুঁয়ে যাবে।