ফের সীমান্তে অস্ত্র পাচার, মালদহে গ্রেফতার ১

বেআইনি কারবারেরে আখড়া হয়ে উঠেছে মালদহ। শনিবার রাতে গোপন সূত্রের খবর পেয়ে পিস্তল এবং কার্তুজ সহ মালদা জেলার এক যুবককে গ্রেফতার করল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশ।

author-image
Jaita Chowdhury
New Update
Guns

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: বেআইনি কারবারেরে আখড়া হয়ে উঠেছে মালদা (Malda)। শনিবার রাতে গোপন সূত্রের খবর পেয়ে পিস্তল এবং কার্তুজ সহ মালদা জেলার এক যুবককে গ্রেফতার করল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশ।  ধৃত ওই যুবকের নাম মাসুদ শেখ। 
ধৃতকে ভারত-বাংলাদেশ সীমান্তর চর এলাকা থেকে গ্রেফতার করল সাগরপাড়া থানার পুলিশ। অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে। এরপরই শুরু হবে জিজ্ঞাসাবাদ। মালদা থেকে মুর্শিদাবাদের সাগরপাড়ায় কেন অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিলেন অভিযুক্ত? তদন্তে সাগরপাড়া থানার পুলিশ।