নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ায় একটি জনসভায় কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বলেন, "নির্বাচনের চারটি পর্যায় সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী মোদী ইতিমধ্যে ২৭০টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। আমি সবাইকে পদ্ম (বিজেপির প্রতীক) ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি এবং আমরা বাংলা থেকে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেব।"
/anm-bengali/media/media_files/jY1sL3kCzkjdRtidG7st.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)