৫ কেজি আফিম সহ গ্রেপ্তার যুবক, ঘটনাস্থল দুর্গাপুর

ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
w2343rt

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভেস্তে গেল আফিম পাচার। রাজ্য এসটিএফের হাতে ৫ কেজি আফিম সহ গ্রেপ্তার যুবক। বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরে। 

w3rfty

ধৃত যুবকের নাম শেখ ইয়াম্মুদিন। বীরভূমের দুবরাজপুর থানা এলাকার বাসিন্দা। এসটিএফ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দশটার সময় দুর্গাপুর থানার সিটি সেন্টার চার্চের সামনে একটি চারচাকা গাড়ি দাঁড়িয়েছিল। সেই গাড়ি নিয়ে শেখ ইয়ামুদ্দিন আরেকজনকে আফিম পাচার করার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। এসটিএফ-এর কাছে গোপন সূত্রে সেই খবর পৌঁছাতেই হানা দেওয়া হয়। নিষিদ্ধ আফিম সহ ইয়ামুদ্দিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
বাজেয়াপ্ত হওয়া ৫ কেজি আফিমের বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। ধৃত যুবক ঝাড়খণ্ড থেকে নিষিদ্ধ আফিম নিয়ে এসে এরাজ্যে পাচার করতো। শুক্রবার মাদক মামলায় ধৃতকে দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেই তদন্তে গতি আনতে চাইছে পুলিশ।