নিজস্ব সংবাদদাতা: বিষাক্ত স্যালাইন কাণ্ডের জের, এসএসকেএমে ভর্তি ৩ প্রসূতির অবস্থা অতি সঙ্কটজনক। কার্যত জমে-মানুষে টানাটানি চলছে তাঁদের ক্ষেত্রে। তিনজনের মধ্যে একজনের অবস্থা খানিকটা ভালো হলেও, বাকিদের অবস্থা দেখে ভয় খাচ্ছেন চিকিৎসকেরাও। কেননা জমাট বাঁধছে না রক্ত, ঠিকমতো কাজ করছে না ফুসফুস-কিডনি। ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড, ক্রমাগত নজরে রাখছে তাঁদের।
বিষাক্ত স্যালাইনের সঙ্গে অক্সিটোসিন-বিপত্তিতেই কি প্রসূতির মৃত্যু? মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইনকাণ্ডে সাড়ে ৫ পাতার বিস্ফোরক রিপোর্ট জমা পড়েছে স্বাস্থ্য ভবনে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, “অক্সিটোসিনের অতিরিক্ত ব্যবহারেই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হয়। প্রোটোকল না মেনে ৫ রোগীকে অক্সিটোসিনের হাই ডোজ দেওয়া হয়েছিল। নির্ধারিত ১০ ইউনিটের বদলে সবাইকে ১৫-২৫ ইউনিট অক্সিটোসিন দেওয়া হয়েছিল। অক্সিটোসিনের ডোজ বেশি হয়ে যাওয়ায় রোগীদের রক্তচাপ কমে যায়”।
আর এবার সেই সব নিয়েই কার্যত লড়াই চালিয়ে যাচ্ছেন ৩ প্রসূতি। ১৯ বছরের নাসরিন খাতুন ও ২৩ বছরের মাম্পি সিংহের অবস্থা সবথেকে সঙ্কটজনক। তাঁদের ফুসফুস ঠিক মতো কাজ করছে না। দুজনকেই রাখতে হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে। আর ৩১ বছর বয়সী নাজিয়া বিবি রয়েছেন অক্সিজেন সাপোর্টে।