নিজস্ব সংবাদদাতা: দীপাবলির সময় মুহরত ট্রেডিংয়ের বেশ কিছু জিনিস ভালো করে মনে রাখতে হবে। ১ নভেম্বর চলতি বছরের মুহরত ট্রেডিং হবে। এই সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। দেখা গেছে, কোনও কারণ ছাড়াই বাজারগুলো অস্থির হয়ে পড়ে। তাই একজন ট্রেডার হিসেবে সব সময় আপনাকে শান্তভাবে পরিস্থিতির ওপর নজর রাখতে হবে।
এছাড়াও কোনও কম্পানির স্টকে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করার আগে মনে রাখতে হবে সংস্থাটির মৌলিক শর্তগুলো পূরণ হচ্ছে কি না। মুহরত ট্রেডিং সব সময় উত্তেজনায় ভরা থাকে। যে কোনও মুহূর্তে গুজব ঝড়ের বেগে ছড়িয়ে পড়তে পারে। তাই কোনও খবরে অস্থির হয়ে পড়বেন না। নিজেকে শান্ত রাখবেন। বিনিয়োগ করার আগে সংস্থাটির বিষয়ে ভালো করে জেনে নেবেন। তবেই বিনিয়োগ করবেন। মনে রাখবেন, এই সময়ের বিনিয়োগ রিটার্নের নিশ্চয়তা দেয় না। কোনও স্টক দীপাবলিতে ভালো পারফর্ম করলেও পরে তা নাও করতে পারে। ভবিষ্যতে কোন স্টক ভালো পারফর্ম করবে, তা সম্পূর্ণ সংস্থার ওপর নির্ভর করে। তাই মুহরত বিনিয়োগের সময় ভেবে চিন্তে বিনিয়োগ করুন। কোন কম্পানির কোন স্টকে বিনিয়োগ করছেন, তা জেনে রাখুন।