মহাকুম্ভের পথে ফের পুণ্যার্থীদের মৃত্যু

ফের মহাকুম্ভের পথে পুণ্যার্থীদের মৃত্যু। বৃহস্পতিবার ভোরে পথ দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল পুণ্যার্থীদের। জানা গিয়েছে, তাঁদের মধ্যে কেউ কেউ মহাকুম্ভে যাচ্ছিলেন পুণ্য স্নানের জন্য ৷ কেউ কেউ আবার ত্রিবেণী সঙ্গম থেকে স্নান সেরেই ফিরছিলেন।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
514642-k-2

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ফের মহাকুম্ভের পথে পুণ্যার্থীদের মৃত্যু। বৃহস্পতিবার ভোরে পথ দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল পুণ্যার্থীর। জানা গিয়েছে, তাঁদের মধ্যে কেউ কেউ মহাকুম্ভে যাচ্ছিলেন পুণ্য স্নানের জন্য ৷ কেউ কেউ আবার ত্রিবেণী সঙ্গম থেকে স্নান সেরেই ফিরছিলেন। 

 

বৃহস্পতিবার সকালে বাদলপুর থানা এলাকায় বারাণসী-লখনউ ফোর লেনে দু'টি পৃথক পথ দুর্ঘটনা প্রাণ কেড়েছে ৯ জনের। আহত ৩৬। এদিন দু'টি দুর্ঘটনা প্রাণ কাড়ল পুণ্যার্থীদের। প্রথম দুর্ঘটনাটি ঘটে, ঝাড়খণ্ড থেকে বেনারসগামী চার চাকা গাড়িতেগাড়ি ছিলেন ১১ জন। বারাণসী-লখনউ ফোর লেনের কাছে ওই গাড়িটিকে কোনও এক অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। দুর্ঘটনাস্থলেই মারা যান ৫ জন। বাকিদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

 

 

অপর দুর্ঘটনাটি ঘটে হরিয়ানায়। স্লিপার বাস তীর্থযাত্রীদের নিয়ে প্রয়াগরাজ থেকে বারাণসীর দিকে আসছিল ৷ সেই সময় একটি দ্রুতগামী ট্রাক এসে ওই যাত্রীবাহী বাসটিকে ধাক্কা মারে ৷ দুর্ঘটনায়া মৃত ৩। আহত ৩০ জন।