নিজস্ব সংবাদদাতা : মহালয়ায় তর্পণকে ঘিরে যেমন উপচে পড়া ভিড় গঙ্গার ঘাটগুলিতে তেমনই ভিড় দেখা গেল ব্রক্ষ্মপুত্র নদের তীরেও। অসমেও চলছে পিতৃপুরুষদের জলদান। গুয়াহাটিতে তর্পণকে ঘিরে কড়া নিরাপত্তা।
প্রসঙ্গত, তর্পণ শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত 'তৃপ্' (অর্থাৎ সন্তুষ্ট করা) থেকে। হিন্দুধর্মে দেবতা, ঋষি ও মৃত পূর্বপুরুষদের (পিতৃকুল ও মাতৃকুল) উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করার পদ্ধতিকে তর্পণ বলা হয়। বংশের যে সকল পিতৃপুরুষ পরলোক গমন করেছেন, তাদের প্রীতির উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণপূর্বক স-তিল জল (তিল মেশানো জল) দান করে সাধারণত পুত্রসন্তানেরা পিতৃতর্পণ করে থাকেন। এভাবে তর্পণ করাকে আবার তিল তর্পণও বলে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)