দল থেকে সাসপেন্ডেড ! অভিষেকের ভার্চুয়াল বৈঠকে বহাল তবিয়তে উপস্থিত শান্তনু সেন

অভিষেকের ভার্চুয়াল বৈঠকে যোগ দিলেন সাসপেন্ডেড শান্তনু সেন।

author-image
Debjit Biswas
New Update
shantanu sen j.jpg

নিজস্ব সংবাদদাতা : জানুয়ারি মাসেই দল বিরোধী কাজের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছিল প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে। অথচ আজ অভিষেক ব্যানার্জির ভার্চুয়াল মিটিংয়ে বহাল তবিয়তে উপস্থিত থাকতে দেখা গেল, সেই সাসপেন্ডেড শান্তনু সেনকেই। এই নিয়ে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে।

abhishek

যদিও এই বিষয়ে শান্তনু সেন জানিয়েছেন যে, ''দলের তরফ থেকে জয়েনিং লিঙ্ক পেয়েই আমি এই বৈঠকে যোগ দিয়েছিলাম।'' এই বিষয়টি নিয়ে তীব্র জলঘোলা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।