নিজস্ব সংবাদদাতা : জানুয়ারি মাসেই দল বিরোধী কাজের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছিল প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে। অথচ আজ অভিষেক ব্যানার্জির ভার্চুয়াল মিটিংয়ে বহাল তবিয়তে উপস্থিত থাকতে দেখা গেল, সেই সাসপেন্ডেড শান্তনু সেনকেই। এই নিয়ে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে।
/anm-bengali/media/media_files/hhHbeo86IRCkPZXoskxo.png)
যদিও এই বিষয়ে শান্তনু সেন জানিয়েছেন যে, ''দলের তরফ থেকে জয়েনিং লিঙ্ক পেয়েই আমি এই বৈঠকে যোগ দিয়েছিলাম।'' এই বিষয়টি নিয়ে তীব্র জলঘোলা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।