নিজস্ব সংবাদদাতা: নবান্নে মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সমস্ত মন্ত্রিসভার সদস্যদের ইতিমধ্যেই ওই বৈঠকে যোগদানের কথা বলা হয়েছে। পাশাপাশি মূল আলোচ্য বিষয় ধরে এজেন্ডা পেপার মুখবন্ধ খামে ভরে পৌঁছেছে সমস্ত মন্ত্রীদের কাছে। সোমবার নবান্ন থেকে প্রশাসনিক বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রেশ রেখেই এবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের ডাক দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত আগস্ট মাসের ২৮ তারিখ নবান্নে বসেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। শূন্যপদে নিয়োগ সহ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, বুধবার রয়েছে বণিকসভার সঙ্গে বৈঠক। এই পর্যায়ে জেলা স্তরের বণিকসভার প্রতিনিধিরা যোগদান করবেন।