নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের প্রেক্ষিতে বার্তা দিতে গিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় এবার বিশাল ভবিষ্যৎবাণী করে বসলেন। তিনি জানিয়েছেন, ১০০ বছরেও পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে না।
/anm-bengali/media/post_attachments/1e24a42c-e72.png)
তিনি বলেছেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমস্ত অভিযোগ মিথ্যা। কেন্দ্রীয় সরকার সীমান্তে বেড়া বসাতে বিলম্ব করে এবং তারা এর জন্য আমাদের দোষ দিতে পারে না। ১০০ বছরেও পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে না।" সৌগত রায়ের এই ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেলে তা বিজেপির জন্য আশাহতের কারণ হবে বলে মনে করা হচ্ছে।