বাংলায় এবার 'রাম মন্দির'

শুরু হয় ঝাড়গ্রামে, শেষ হয় কোচবিহারে। চলে কর সেবা।বাড়ি সংগ্রহ করা হবে ইট, বালি, অর্থ। ৩০ মার্চ থেকে বাংলায় শ্রী রামরাজ্যে সংকল্প বিজয় যাত্রা।

author-image
Jaita Chowdhury
New Update
S M,ANMS,

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: রাম মন্দিরকে (Ram Mandir) মাথায় রেখে রথযাত্রা। ৩০ মার্চ থেকে রথযাত্রার কর্মসূচি। মুর্শিদাবাদের রাম মন্দিরকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন। রামমন্দিরকে বঙ্গীয় রাম সেবক পরিষদের তরফে এই কর্মসূচির ঘোষণা করা হয়েছে। প্রায় এক মাস ধরে চলে এই রথযাত্রা। শুরু হয় ঝাড়গ্রামে, শেষ হয় কোচবিহারে। চলে কর সেবা।বাড়ি সংগ্রহ করা হবে ইট, বালি, অর্থ। ৩০ মার্চ থেকে বাংলায় শ্রী রামরাজ্যে সংকল্প বিজয় যাত্রা।