নিজস্ব সংবাদদাতা : মালদার মোথাবাড়ি হিংসার ঘটনার পর, আজ রেড রোডে নিজের বক্তব্য রাখতে গিয়ে, বিরোধীদের তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমি সমস্ত ধর্মের মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত। বাংলার সংস্কৃতি সহনশীলতার, ভালোবাসার সংস্কৃতি। যারা বিভাজনের রাজনীতি করছে, তারা বাংলার ঐক্য নষ্ট করতে পারবে না।"
/anm-bengali/media/media_files/mScpM13tM0plEK8JDETS.webp)
এরপর বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, "বিজেপি ইচ্ছাকৃতভাবে দিকে দিকে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে। বাংলার মানুষ শান্তিপ্রিয়, তারা এসব রাজনীতি মেনে নেবে না।"