নিজস্ব সংবাদদাতা: ঈদের দুপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার ৷ ঘটনায় আহত ৩ জন। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ নম্বর ব্লকের সুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কলাইবাড়িতে।
/anm-bengali/media/media_files/DMagiVisfwC8OISdK4Ms.jpg)
প্রতিবাদে সামিল হওয়া ব্যক্তিদের একাংশ জানান, ওয়াকফ সম্পত্তি নিয়ে সরকার যে সমস্ত পদক্ষেপ করছে তাতে তাঁরা উদ্বিগ্ন ৷ ঈদের নমাজ পড়তে যাওয়া এক ব্যক্তি বলেন, "যে সম্পত্তি আমাদের সম্প্রদায়ের, তা আমাদেরই থাকা উচিত । সরকার কেন তাতে হস্তক্ষেপ করছে?" আর একজন বলেন, "হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক—যার সম্পত্তি সে দেখভাল করবে, সরকারের কোনও অধিকার নেই সেটা কেড়ে নেওয়ার ।"