নিজস্ব সংবাদদাতা: ট্যুইট করে জয়প্রকাশ মজুমদারকে এযাবৎ চরমতম নিশানা করেছেন তরুণজ্যোতি তিওয়ারি।
/anm-bengali/media/media_files/JNV2fzISVa0jWW7rcJ6j.jpg)
তিনি বলেছেন, "জয়প্রকাশ মজুমদারের এখনকার বক্তব্য এবং আগের বক্তব্য শুনছিলাম।। ভাবলাম মেরুদন্ডের মাঝখানে লাথি খেয়েও কিভাবে এরকম বলা সম্ভব এবং তারপর সেই বিখ্যাত ভিডিওটা দেখছিলাম। ভালো করে দেখলাম এবং বুঝতে পারলাম লাথি টা মেরুদন্ডের মাঝখানে নয় এক পাশে খেয়েছিল এই জন্য মেরুদন্ড বেঁকে গেছে"। তরুণজ্যোতি তিওয়ারির এধরণের আক্রমণাত্মক মন্তব্যে শোরগোল শুরু হয়েছে।