নিজস্ব সংবাদদাতা: আগামী ২ জানুয়ারি চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। সেখানে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করার কথা রয়েছে রবীন্দ্র ঘোষের। কিন্তু তার আগেই মঙ্গলবার বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর বুকে ব্যথা অনুভূত হয়। এরপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
কয়েকদিন আগেই চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে আসেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। ব্যারাকপুরে তিনি তাঁর ছেলের বাড়িতে উঠেছিলেন। চিন্ময় কৃষ্ণ দাসের শুনানির আগেই তাঁর বাংলাদেশে ফিরে যাওয়ার কথা রয়েছে। গত কয়েকদিন ধরে রবীন্দ্র ঘোষ একাধিক রাজনৈতিক ব্যক্তির সঙ্গে দেখা করেছেন। এদিন ব্যারাকপুরে ছেলের বাড়িতেই রবীন্দ্র ঘোষ কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন। কুণাল ঘোষের কাছে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেন। পাশাপাশি তিনি জানান, ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি চিঠি লেখেন।