নিজস্ব সংবাদদাতা: এবার হুমকির মুখে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তবে এ যেমন তেমন হুমকি নয় পরিবেশের হুমকি। ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রতিদিন মর্নিং ওয়াক করতে যান? ভয়ংকর রোগে আক্রান্ত হতে পারেন!! কারণ দিন দিন দূষণের কোপে পড়ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল! ভিক্টোরিয়া মেমোরিয়ালে মর্নিং ওয়াক করা মোটেই সুরক্ষিত নয় বলছে পরিবেশ আদালত।
সম্প্রতি একটি তথ্য প্রকাশ করে পরিবেশ আদালত জানান দিচ্ছে, দূষিত হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অভ্যন্তরীণ এবং বাইরের বাতাস। দূষণে ছারখার অবস্থা ভিক্টোরিয়ার। একদিকে যখন দূষণে যেরবার হয়েছে ভারতবর্ষের রাজধানী দিল্লি শহর। উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে দৃশ্যমানতা। শুধুই ধোঁয়া ধুলো ধোঁয়াশা গ্রাস করেছে রাজধানী দিল্লিকে। ঠিক সেই মুহূর্তে কলকাতার অন্যতম পর্যটন কেন্দ্র ১২৪ বছরের পুরনো ভিক্টোরিয়াকে ঘিরেও তৈরি হয়েছে আশঙ্কা।
প্রসঙ্গত ২০০৭ সালের আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালের লনে মর্নিং ওয়াকের ক্ষেত্রে ছিল নিষেধাজ্ঞা। এমনকি গাড়ি পার্কিং সংক্রান্ত ক্ষেত্রেও পাওয়া যেত না ছাড়পত্র। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দুই ঘন্টার জন্য ভিক্টোরিয়ায় সকাল শুরু করতে পারেন আরাম প্রিয় বাঙালি। গাড়ির ধোঁয়া এবং যান্ত্রিক গতিময়তায় স্মৃতিসৌধের ক্ষতি হচ্ছে এমনটাও জানিয়ে দেয় সর্বোচ্চ আদালত। তবে শুধু ভিক্টোরিয়া মেমোরিয়াল নয়, কলকাতা জুড়েই দূষণের মাত্রা অত্যন্ত ভয়ঙ্কর। শেষ কয়েকটা দিন ধরেই কলকাতা ও কলকাতার শহরতলি এলাকার AQI লেভেল ৩০০-র ঘরেই রয়েছে। কোথাও কোথাও সেই মাত্রা ৩৭০ পর্যন্ত উঠে যাচ্ছে।
গ্রানাইট এবং বেলে পাথর দ্বারা নির্মিত স্মৃতিসৌধ বাতাসের সংস্পর্শে এসে আরো দূষিত হচ্ছে। এর ফলে সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও দৃশ্যমানতা অনেকটাই কম। যা ভয় ধরাচ্ছে জাতীয় পরিবেশ আদালতকে। তাই এবার প্রাতঃ ভ্রমণকারীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে পরিবেশ আদালত। মর্নিং ওয়াকে গেলেও প্রয়োজনীয় সুরক্ষা নিয়ে তবেই যেতে হবে বলেই নিদান দিয়েছে তারা।