নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি এক বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, আগামী ২৪শে এপ্রিল, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসতে পারেন শহরের তিনটি নতুন মেট্রো পরিষেবার অংশের উদ্বোধন করতে। এই প্রকল্পগুলি রেল মন্ত্রকের আওতায় নির্মিত হয়েছে এবং দীর্ঘদিন ধরেই এই নতুন রুটগুলি চালুর অপেক্ষায় ছিলেন শহরবাসী।
/anm-bengali/media/media_files/fmwuRjvuBB51B6El1CMo.jpg)
সূত্রের খবর, প্রধানমন্ত্রী ওই দিন শহরে এসে এই সম্প্রসারিত মেট্রো পরিষেবাগুলির উদ্বোধন করবেন, যা কলকাতার যাতায়াত ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে দেবে। তিনটি রুটের মধ্যে রয়েছে নিউ গড়িয়া থেকে রুবি (হেমন্ত মুখার্জি স্টেশন পর্যন্ত) অংশ, যেটি ইস্ট-ওয়েস্ট করিডরের সঙ্গে সংযুক্ত হবে। রয়েছে জোকা থেকে তারাতলা পর্যন্ত সম্প্রসারিত দক্ষিণ মেট্রো অংশ, এবং আরও একটি গুরুত্বপূর্ণ সংযোগ এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ (২.৬ কিমি)। এই নতুন রুটগুলি চালু হলে কলকাতার দক্ষিণ, পূর্ব এবং মধ্যাঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। বিশেষ করে অফিসযাত্রী ও ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটি হবে এক বড় সুবিধা।
/anm-bengali/media/media_files/2025/04/07/1000182944-583996.jpg)
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে শহরে চলছে জোর প্রস্তুতি। নিরাপত্তার কড়াকড়ি থাকছে সর্বত্র। রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসনের যৌথ তত্ত্বাবধানে পুরো কর্মসূচি পরিচালিত হবে। এবারের এই প্রকল্পগুলি শুধু শহরের পরিকাঠামোগত উন্নয়নের প্রতীক নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন যাত্রার অভিজ্ঞতাকে আরও আরামদায়ক ও সময়বদ্ধ করে তুলবে বলেই মনে করা হচ্ছে।