নিজস্ব সংবাদদাতা : যুক্তরাষ্ট্রজুড়ে ঝড়বৃষ্টি অব্যাহত থাকায় টেনেসির গভর্নর বিল লি রাজ্যের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, আগামী কয়েক দিন টর্নেডো ও বন্যার আশঙ্কা রয়েছে, তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে। গভর্নর লি আরও বলেন "রাজ্যের অনেক জায়গায় ইতোমধ্যেই বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, বেশ কয়েকটি টর্নেডো আঘাত হেনেছে, জীবনহানি ঘটেছে, প্রকৃত ধ্বংসযজ্ঞ দেখা গেছে। তবে ঝড় এখনও শেষ হয়নি। তাই কেউ যেন অসতর্ক না হন।" তিনি স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা ও আপডেটগুলো গুরুত্বসহকারে অনুসরণের অনুরোধ করেছেন।
/anm-bengali/media/media_files/vMD1N9gZufNiMNip01X9.jpg)
টেনেসি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির পরিচালক প্যাট্রিক শিহান জানিয়েছেন, রাজ্যে এখন পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৭,৫০০ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ঝড়ের পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন। তাই বাসিন্দাদের জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।