দুই থেকে তিন দিন! ফিরহাদকে সময় দিলেন মুখ্যমন্ত্রী মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলা উপলক্ষে নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠকে আজ দিয়েছিলেন যোগ।

author-image
Anusmita Bhattacharya
New Update
f

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার আগে নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক করলেন আজ। এবারের মেলায় তীর্থযাত্রীদের সুরক্ষা ও সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলেন তিনি। মুখ্যমন্ত্রী জানান যে অতীতের অভিজ্ঞতাকেউ কাজে লাগিয়ে এই বছর আবার তার থেকেও বেশি উন্নত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

গঙ্গাসাগর মেলায় মুখ্যমন্ত্রী মমতা তাঁর মন্ত্রিসভার সদস্যদের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে তিনি বলেন, 'ববি তোমায় দু-তিনদিন থাকতে হবে। পুণ্যস্নান হয়ে গেল আর চলে এলাম, তা চলবে না।'