নিজস্ব সংবাদদাতা : পুজোর মুখে পুরসভাকে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। তিলোত্তমা এই মহানগরীকে বেআইনি দখলদারির হাত থেকে মুক্ত করার নির্দেশ দিয়েছে আদালতের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। পৌর এলাকাগুলি থেকে বেআইনি দখলদারি ও হকারদের সরানোর নির্দেশ দিয়েচেন তিনি। তার জন্য বেঁধে দেওয়া হয়েছে সময়ও। পুরসভার হাতে সময় মাত্র ৬ সপ্তাহ। আদালতের নির্দেশে ব্যবসায়ীদের পেটে টান পড়ার আশঙ্কা।
ধর্মতলায় গ্র্যান্ড হোটেলের নিচে বহু দোকান রয়েছে। বহু ব্যবসায়ীরা সেখানে ব্যবসা করে খান। সেগুলি দখলদারদের জন্য ঢাকা পড়ে যাচ্ছে। ফুটপাতে কেউ গিয়ে বসলেই ভিড় জমছে মানুষের। সচেতনতার অভাবের বিষয়টিও বুধবারের শুনানিতে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি। এমনকি, তিনি উল্লেখ করেন, মানুষ স্টিফেন কোর্টের কথা ভুলে গিয়েছে। মানুষের স্বার্থেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রাজনীতি কাম্য নয় বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।